দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে প্রথম ই-পাসপোর্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2020-01-19 19:16:19  cri
২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম। দক্ষিণ এশিয়ায় প্রথম এ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সচিবালয়ে ই-পাসপোর্ট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। বলেন, জাতিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম উপহার ই-পাসপোর্ট। এ জন্য পুলিশ ভেরিফিকেশনের দরকার হবে না বলেও জানান তিনি। ১০ বছর মেয়াদি এ পাসপোর্টে ৪৮ থেকে ৬৪ পাতার বুকলেট থাকবে। পাসপোর্ট করতে শিক্ষার্থী ও বিদেশি থাকা শ্রমিকদের কম খরচ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর প্রথম এ পাসপোর্ট পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040