চীনের জেটিই ও উগান্ডার টেলিকম অপারেটরের সহযোগিতায় কাম্পালায় ফাইভ-জি'র পরীক্ষা
  2020-01-19 19:50:53  cri
জানুয়ারি ১৯: চীনের চোংশিং টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট কর্পোরেশান (জেডটিই) এবং উগান্ডার টেলিকম অপারেটর এমটিএনের সহযোগিতায় সম্প্রতি সেদেশের রাজধানী কাম্পালায় ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষা শুরু হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উগান্ডার প্রধানমন্ত্রী রুহাকানা রুগুন্দা বলেন, জনগণের জীবনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে উগান্ডা সরকার নতুন প্রযুক্তির উন্নয়নে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। উগান্ডার অর্থনীতির উন্নয়নে ফাইভ-জি প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040