ইয়ুননান পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-01-20 11:57:00  cri
জানুয়ারি ২০: গতকাল (রোববার) চীনের ইয়ুননান প্রদেশের থেংছুং শহরে ভা জাতি অধ্যুষিত সিমোলা গ্রাম পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ গ্রামটি ৫০০ বছরের ঐতিহাসিক গ্রাম। ভা জাতির ভাষায় সিমোলা শব্দের অর্থ 'সুখী জায়গা'। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গ্রামীণ পর্যটন উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যবিমোচন বাস্তবায়িত হয়েছে।

রোববার বিকেলে প্রেসিডেন্ট সি গ্রাম পরিদর্শনে যান ও স্থানীয়দের বাড়িঘর ঘুরে দেখেন। তিনি সবাইকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

গ্রামের মঞ্চে ভা জাতির মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় রীতিনীতি অনুসারে তিনবার কাঠের ড্রামে আঘাত করেন সি। এভাবে সুখী, শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন কামনা করা হয়।

পরে তিনি থেংছুং আর হ্যশুন জেলা পরিদর্শন করেন। হ্যশুন ছিল প্রাচীনকালে দক্ষিণ রেশমপথের সংযোগস্থল। এসময় স্থানীয়দের সঙ্গে আন্তরিকভাবে কথাবার্তা বলেন সি। স্থানীয়রা জানতে চায়, 'ম্যাডাম ফেং কোথায়?' সি হাসিমুখে জবাব দেন, 'তিনি আসতে পারেন নি; কারণ, বসন্ত উত্সব উদযাপনের জন্য বাড়িতে ব্যস্ত আছেন।'

(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040