২০১৯ সালে চীনের মাথাপিছু জিডিপি ছিল ১০ হাজার মার্কিন ডলারের বেশি
  2020-01-20 13:47:52  cri
জানুয়ারি ২০: গতকাল (রোববার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির মুখপাত্র মেং ওয়ে বলেন, ২০১৯ সালে চীনের মাথাপিছু জিডিপি'র পরিমাণ ১০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যায়; যা চীনের বহুমুখী শক্তি জোরদার, সামাজিক উত্পাদনশক্তির উন্নয়ন ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নের প্রতীক। এ থেকে বোঝা যায়, উচ্চ আয়ের দেশ গঠনে বড় পদক্ষেপ নিয়েছে চীন এবং সার্বিক সচ্ছল সমাজ গঠন করা চীনের বড় সাফল্য। সেই সঙ্গে তিনি বলেন, উন্নত দেশের মাথাপিছু জিডিপি'র পরিমাণ ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি। তাই, বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ।

মুখপাত্র আরও বলেন, ডিসেম্বর মাসের পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে চীনা অর্থনীতির উত্পাদন, ক্রেতা, পূর্বাভাস ও দামসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে; যা ধারাবাহিক সংস্কারের সাফল্য। এ থেকে বোঝা যায়, চীনা অর্থনীতির শক্তিশালী সুপ্তশক্তি ও স্থিতিশীলতা রয়েছে। দেশ-বিদেশের পরিস্থিতি জটিল হলেও ২০২০ সালে চীনা অর্থনীতির স্থিতিশীল ভিত্তি ও ইতিবাচক অবস্থা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040