টেসলা'র শাংহাই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চীনের উন্নত ব্যবসা-পরিবেশের প্রতীক
  2020-01-20 14:16:58  cri
জানুয়ারি ২০: টেসলা'র শাংহাই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চীনের উন্নত ব্যবসা-পরিবেশের প্রতীক। যে-বছর প্রকল্পটি যাত্রা শুরু করে, সে-বছরই প্রকল্পে পণ্য-উত্পাদনও শুরু হয়। বস্তুত, চীনের বিভিন্ন জায়গায় সেবাকে অধিক গুরুত্ব দেওয়ায় ও ব্যবসা-পরিবেশ উন্নত হওয়ায় সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো অনেক সুবিধা ভোগ করছে। গতকাল (রোববার) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র মোং উই বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ২০২০ সালের পহেলা জানুয়ারি চীনের বিদেশি বিনিয়োগ আইন কার্যকর হয়। এই আইন চীনে বিদেশি বিনিয়োগসংক্রান্ত পরিবেশ পূর্ণাঙ্গ করে তোলার জন্য গুরুত্বপূর্ণ আইনগত নিশ্চয়তা যুগিয়েছে।

মুখপাত্র বলেন, ২০২০ সালে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বিদেশি পুঁজির প্রবেশাধিকারের ক্ষেত্র সম্প্রসারণ করবে এবং অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চলগুলোর উন্মুক্ততার মাত্রা বাড়াবে।

মুখপাত্র আরও বলেন, চীন দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমান আচরণ করে থাকে। বিশেষ করে, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমর্থনের নীতিমালা, মানদণ্ড প্রণয়ন ও প্রশাসনিক অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে সকল শিল্পপ্রতিষ্ঠানকে সমান সুযোগ-সুবিধা দেওয়া হয়। আইন অনুযায়ী চীনের বিভিন্ন পর্যায়ের সরকারগুলোর উচিত বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবার মান আরও বাড়ানো। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040