'চলতি বছর চীনের অতি দরিদ্র অঞ্চলগুলোর সমস্যা সমাধান করা হবে'
  2020-01-20 15:11:45  cri
জানুয়ারি ২০: চলতি বছর চীনের অতি দরিদ্র অঞ্চলগুলোতে বিদ্যমান সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন কার্যালয়ের প্রধান লিউ ইয়োং ফু সম্প্রতি বেইজিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চলতি বছর চীনকে সার্বিকভাবে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিল্প ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে। স্থানান্তরের মাধ্যমে যাদেরকে দারিদ্র্যমুক্ত করা হয়েছে বা হবে, তারা যেন পুনরায় দারিদ্র্যের কবলে পতিত না-হয়, তা নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি আরও বলেন, দারিদ্র্যসীমার নিচে যারা বর্তমানে বাস করছেন তাদের সংখ্যা বেশি নয়। এরা প্রধানত অতি দরিদ্র অঞ্চলে বাস করেন। এসব অঞ্চলের অবকাঠামো তেমন ভালো নয় এবং গণসেবার মানও উন্নত নয়। এ অবস্থায় এসব অঞ্চলকে দারিদ্র্যমুক্ত করা কঠিন। কিন্তু এই কঠিন কাজটি করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, চীনের গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা ২০১২ সালের শেষ দিকে ছিল ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। এ সংখ্যা ২০১৯ সালের শেষ দিকে নেমে দাঁড়ায় মাত্র ৬০ লাখে।(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040