চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক চুক্তির ইতিবাচক মূল্যায়ন করছে আন্তর্জাতিক সম্প্রদায়
  2020-01-20 16:34:16  cri
জানুয়ারি ২০: চীন-মার্কিন প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্যিক চুক্তির ইতিবাচক মূল্যায়ন করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্বের বিভিন্ন মহল মনে করে, প্রথম পর্যায়ের এই চুক্তি ইতিবাচক ইঙ্গিত দেয়। তারা আশা করছেন যে, এ চুক্তি আন্তর্জাতিক বাজারের প্রতি সংশ্লিষ্টদের আস্থা বাড়াবে এবং বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের জন্যও এ চুক্তি সহায়ক প্রমাণিত হবে।

জাতিসংঘের অর্থনীতি ও সমাজবিষয়ক উপ-মহাসচিব লিউ চেন মিন বলেছেন, চুক্তির স্বাক্ষর সারা বিশ্বের জন্য একটি ভালো ইঙ্গিত।

জাতিসংঘের শীর্ষ অর্থনীতিবিদ এলিওট হ্যারিস বলেছেন, চুক্তির স্বাক্ষর পুঁজি বিনিয়োগের অনিশ্চয়তার ভয় কমিয়ে দিতে এবং অর্থনীতির পুনরুদ্ধার-প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040