লিবিয়া সমস্যাসংক্রান্ত বার্লিন শীর্ষসম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে বেইজিং আগ্রহী: চীনা মুখপাত্র
  2020-01-20 18:29:08  cri
জানুয়ারি ২০: চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে লিবিয়া সমস্যাসংক্রান্ত বার্লিন শীর্ষসম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে লিবিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল (রোববার) লিবিয়া সমস্যাসংক্রান্ত বার্লিন শীর্ষসম্মেলন জার্মানিতে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি ইয়াং চিয়ে ছি সম্মেলনে লিবিয়া সমস্যায় চীনের অবস্থান ও প্রস্তাব তুলে ধরেন। বার্লিন শীর্ষসম্মেলনশেষে একটি ইশতাহারও প্রকাশিত হয়। এতে আন্তর্জাতিক সমাজের লিবিয়ার উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন করা এবং লিবিয়ার সমস্যার রাজনৈতিকভাবে সমাধানের অভিন্ন ইচ্ছা প্রতিফলিত হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040