সিনচিয়াং-এ দারিদ্র্যবিমোচনে ঋণের পরিমাণ ৫২ শতাংশ বেড়েছে
  2020-01-22 17:14:07  cri
জানুয়ারি ২২: ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে দারিদ্র্যবিমোচন খাতে ঋণের পরিমাণ ছিল ৪৩.৩ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেশি। এই ঋণের মাধ্যমে ১ লাখ ৯০ হাজার দরিদ্র মানুষের আয় বাড়ে। আর ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত, সিনচিয়াংয়ে দারিদ্র্যবিমোচন খাতে ক্ষুদ্রঋণ বিতরণের পরিমাণ ছিল ১২.১ বিলিয়ন ইউয়ান। এতে ৩ লাখ ২০ হাজার দরিদ্র পরিবার লাভবান হয়। সম্প্রতি এক প্রেস ব্রিফিং-এ চীনের গণ ব্যাংকের উরুমুচি শাখার উপ-প্রধান ইউয়ে ইয়ুং শেং এসব তথ্য জানান। (শুয়েই/আলিম/জিনিয়া)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040