বিশ্বের টেকসই উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ: দাভোসে আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল্যায়ন
  2020-01-22 18:54:08  cri
জানুয়ারি ২২: সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিরা বিশ্বের টেকসই উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেছেন।

বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব বলেন, নয়াচীন প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছরে, বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পরের ৪০ বছরে চীন বিরাট সাফল্য অর্জন করেছে এবং আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি পরস্পরের পার্থক্য থেকে সমাধানের নতুন পদ্ধতি শিখে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান। সম্মেলনে চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেংয়ের ভাষণকে তিনি 'প্রেরণাদায়ক' হিসেবে চিহ্নিত করেন।

উল্লেখ্য, দাভোস বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২০ সালের বার্ষিক সম্মেলন মঙ্গলবার সুইজার‍ল্যান্ডের দাভোসে উদ্বোধন হয়। এদিন চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেং 'যৌথভাবে উন্মুক্ত ধরনের বিশ্ব অর্থনীতি গড়ে তোলা ও বিশ্বের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা' শিরোনামের বক্তৃতা দেন। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040