সংস্কৃতি ও পর্যটন বর্ষ উপলক্ষ্যে চীন ও ইতালির প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়
  2020-01-22 19:26:20  cri
জানুয়ারি ২২: 'চীন-ইতালি সংস্কৃতি ও পর্যটন বর্ষ, ২০২০' রোমে উদ্বোধন উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেল্লা পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠান।

শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, দু'হাজার বছর আগে প্রাচীন রেশমপথে চীন ও ইতালির সংভ্যতার সংযোগ ঘটেছিল। বর্তমানে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হাজার বছরের পুরাতন বন্ধুত্বে নতুন প্রাণশক্তি যুগিয়েছে।

প্রেমিডেন্ট মাত্তারেল্লা তাঁর বার্তায় বলেন, দু'দেশের জনগণ প্রাচীন রেশমপথে বিভিন্ন জাতি ও অঞ্চলের মধ্যে বিনিময়ের প্রধান অংশগ্রহণকারী চরিত্র ছিলো। বর্তমানে বিশ্বের পরিবতর্শনশীল পরিস্থিতিতে দু'দেশের উচিত হাতে হাত রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা। (লিলি/আলিম/শিখা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040