চীন নতুন ধরনের করোনা ভাইরাসকে পরাজিত করতে সক্ষম: সিআরআই সম্পাদকীয়
  2020-01-22 19:29:41  cri
জানুয়ারি ২২: সম্প্রতি চীনের হু পেই প্রদেশের উ হান শহরে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়া এবং ছড়িয়ে পড়ায় চীন এবং আন্তর্জাতিক সমাজ এর ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। আজ (বুধবার) কর্তপক্ষের খবর থেকে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দেশের ১৩টি প্রদেশ ও শহরে মোট ৪৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। এ ভাইরাসের আক্রান্ত হয়ে নিহত ৯ জন হু পেই প্রদেশের। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রেও সংশ্লিষ্ট রোগী সনাক্ত করা হয়েছে।

নতুন বছরের শুরুতে মানবজাতি আবারও নতুন এক ধরনের সংক্রামক রোগের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জনগণের জীবনের নিরাপত্তা এবং স্বাস্থ্য রক্ষার জন্য চীন সরকার সময়মত, উন্মুক্তভাবে এবং সচ্ছভাবে ভাইরাসের সংক্রমণের মোকাবিলা এবং প্রতিরোধ করছে, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করছে। চীন দেশের জনগণের স্বাস্থ্য এবং বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল মনোভাব পোষণ করছে।

বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ গণস্বাস্থ্যসংশ্লিষ্ট ঘটনার সীমা নেই। এর জন্য চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে, সংশ্লিষ্ট দেশ ও হংকং, ম্যাকাও ও তাইওয়ান প্রদেশের সঙ্গে সময়মত রোগের সর্বশেষ তথ্য অবহিত করছে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040