উন্নত প্রযুক্তির প্রভাব পড়ছে চীনের বসন্ত উত্সবের রীতিনীতির ওপর: রিপোর্ট
  2020-01-23 14:19:37  cri
জানুয়ারি ২৩: ২০২০ সালের চীনা বসন্ত উত্সব আসন্ন। আজকাল এই উত্সবের রীতিনীতির ওপর উন্নত প্রযুক্তির প্রভাব পড়ছে। সম্প্রতি চীনের নতুন অর্থনীতি গবেষণাগার থেকে প্রকাশিত 'বসন্ত উত্সবের নতুন রীতিনীতি' শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, অনলাইনে 'ফু' অক্ষর সংগ্রহ করা, অনলাইনে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানানো, সোশাল মিডিয়ায় 'লাল খাম'-এর অপেক্ষা করা, এবং পারিবারিক পর্যটন বসন্ত উত্সবের নতুন রীতিনীতিতে পরিণত হয়েছে। অন্যদিকে, সিংহ নাচ, আতশবাজি ফোটানো, আর হাতে-লেখা-শ্লোক ধীরে ধীরে জনগণের জীবন থেকে বিদায় নিচ্ছে।

চীনের নতুন অর্থনীতি গবেষণাগারের বিশেষজ্ঞ স্যু চিয়ান ফেং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে বসন্ত উত্সবের রীতিনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। আগে পরিবারের প্রবীণদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানানোর সময় বিনয় প্রকাশ করা হতো; বন্ধু ও আত্মীয়স্বজনদেরকে পোস্টকার্ড বা চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানানোর রীতি ছিল। কিন্তু এখন ফোনকল বা এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে বেশি পছন্দ করে মানুষ। এখন আলিপে বা উইচ্যাটের মাধ্যমে 'লাল খাম'-এ অর্থ উপহার দেওয়াও জনপ্রিয়।

টেলিযোগাযোগ খাতের টু-জি থেকে ফাইভ-জি-তে উত্তরণ বসন্ত উত্সবের রীতিনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তবে ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসরণ করা থেকে চীনা মানুষ পুরোপুরি বিরত থাকবে না বলেও বিশ্বাস করেন বিশেষজ্ঞরা। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040