'চীনের সঙ্গে সহযোগিতা ভালো কি না, ল্যাটিন আমেরিকার দেশগুলো তা যাচাই করতে পারে'
  2020-01-23 18:50:53  cri
জানুয়ারি ২৩: চীনের সঙ্গে সহযোগিতা ভালো কি না, তা ল্যাটিন আমেরিকার দেশগুলো নিজেরাই যাচাই করে নিতে পারে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এ সংক্রান্ত এক নেতিবাচক মন্তব্যের জবাবে মুখপাত্র এ কথা বলেন।

কেং শুয়াং বলেন, দীর্ঘকাল ধরে চীন এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতা পরস্পরের চাহিদা এবং স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। এ সহযোগিতা স্থানীয় অর্থনীতির উন্নয়ন ও জনগণের জীবনমানকে উন্নত করেছে এবং বিপুল সংখ্যক কর্মসংস্থানও সৃষ্টি করেছে।

উল্লখ্য, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জ্যঅমাইকা সফরকালে বলেন, বিভিন্ন দেশের উচিত চীন থেকে ঋণ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকা। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040