চীন অর্থনীতির বিশ্বায়নের পক্ষের শক্তি হিসেবে অবদান রেখে যাবে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-23 18:51:29  cri
জানুয়ারি ২৩: তিন বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দাভোস ফোরামে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন এবং দৃঢ়ভাবে অর্থনীতির বিশ্বায়নের পক্ষে বলেছিলেন। চলতি বছরের দাভোস বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনও 'চীনের কন্ঠ' শুনতে খুব আগ্রহী।

বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২০ সালের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেং বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের সম্মুখীন কঠিনতা ও সমস্যা সমাধান করতে যৌথভাবে এক সহনশীল বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে হবে, বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে।

চীন বিভিন্ন দেশকে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে অর্থনীতির বিশ্বায়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে, যাতে বিভিন্ন দেশের জনগণ অর্থনীতির বিশ্বায়ন ও বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির সুফল পেতে পারে। চীন বরাবরই এ ধারণায় অবিচল ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

চলতি বছরের দাভোস ফোরামে চীন আবারও উচ্চমানের উন্মুক্তকরণের ঘোষণা দিয়েছে। দাভোসে 'চীনের কন্ঠ' প্রমাণ করেছে যে, চীন অর্থনীতির বিশ্বায়নের পক্ষের শক্তি হিসেবে অবদান রেখে যাবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040