বসন্ত উত্সব উপলক্ষ্যে আয়োজিত সিএমজি'র সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি প্রকাশিত
  2020-01-23 19:31:42  cri
জানুয়ারি ২৩: চলতি বছর বসন্ত উত্সব উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) যে টিভি-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে, তার সূচি প্রকাশিত হয়েছে। বেইজিংয়ের প্রধান মঞ্চ, হ্য নান প্রদেশের চেং চৌ শহর মঞ্চ, 'কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার শাখামঞ্চে একযোগে এই অনুষ্ঠান মঞ্চস্থ হবে। নয়াচীন প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছরে অর্জিত মহান সাফল্য, চীনে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা, এবং পুরোপুরিভাবে দারিদ্র্যবিমোচনের লক্ষ্য বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপজীব্য হবে। বিভিন্ন জাতির জনগণের সুখ, নিরাপত্তা ও গৌরবের অনুভূতিকেও তুলে ধরা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

চলতি বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮টি ভাষা ব্যবহার করা হচ্ছে, যা একটি রেকর্ড। নাচ-গানের মাধ্যমে চীনের তরুণ প্রজন্মের গৌরব বর্ণনা করা হবে। চীনের প্রবীণ শিল্পীরা মঞ্চে 'আমাদের মাতৃভূমি'সহ বিভিন্ন পুরাতন ও নতুন গান গাইবেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরো থাকবে জাদুবিদ্যা, দড়াবাজি, কুংফু অভিনয় এবং চীনা অপেরাসহ বিভিন্ন ধরনের আয়োজন।এতে আরো আছে করোনা ভাইরাস সংশ্লিষ্ট নিউমোনিয়ার সংক্রমণ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান 'ভালোবাসা হল সেঁতু'। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040