বহুপক্ষবাদকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে হবে: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2020-01-24 19:02:36  cri
জানুয়ারি ২৪: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাতিসংঘ সনদ মেনে চলা এবং বহুপক্ষবাদকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করা। তিনি গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধরণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে এ কথা বলেন। এদিন জাতিসংঘে মহাসচিবের পেশ করা কর্মপ্রতিবেদনের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে চাং চুন বলেন, বর্তমানে বিশ্বব্যাপী একতরফাবাদ গুরুতর আকার ধারণ করেছে, যার নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক বিধি ও আইনের শাসনের ওপর। পাশাপাশি, বাণিজ্যে সংরক্ষণবাদ বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

চীনা মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই বহুপক্ষবাদের পক্ষে। তাই আখেরে একতরফাবাদ সফল হবে না। সকল পক্ষের উচিত জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে চেষ্টা চালানো এবং আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

চাং চুন জোর দিয়ে বলেন, চীন বরাবরই বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলার পক্ষের শক্তি। চীন জাতিসংঘের সকল ক্ষেত্রে আরও সক্রিয়ভাবে অংশ নিতে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম /শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040