'নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের শীর্ষসম্মেলন আয়োজনের রুশ প্রস্তাব সমর্থন করে চীন'
  2020-01-24 19:04:00  cri
জানুয়ারি ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্রের শীর্ষসম্মেলন আয়োজনের যে-প্রস্তাব দিয়েছেন, চীন তা সমর্থন করে।

মুখপাত্র বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার কেন্দ্র। পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক শান্তি রক্ষার বিশেষ দায়িত্ব বর্তায়। তাই, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এই পাঁচটি দেশের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়াতে শীর্ষসম্মেলন আয়োজন করা যেতেই পারে।

চীনা মুখপাত্র আরও বলেন, বর্তমান বিশ্বে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বহুপক্ষবাদ ও জাতিসংঘের ভূমিকা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ও ফ্রান্সের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়াতে নিয়মিত বিরতিতে শীর্ষসম্মেলন আয়োজন করা যুক্তিসঙ্গত। বহুপক্ষবাদ ও যুদ্ধোত্তর আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব বজায় রাখা, এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এটি সহায়ক প্রমাণিত হতে পারে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040