প্রসঙ্গ: সিপিসি ও রাষ্ট্রীয় পরিষদের প্রীতিসম্মিলনী: সি চিন পিং-এর বসন্ত উত্সবের শুভেচ্ছা
  2020-01-24 19:21:57  cri

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রী (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি ও চীনের রাষ্ট্রীয় পরিষদ তথা মন্ত্রিসভা গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের প্রীতিসম্মিলনী আয়োজন করে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্মেলনে ভাষণ দেন। তিনি সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে চীনের বিভিন্ন জাতির জনগণ, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, ও তাইওয়ানের স্বদেশবাসী এবং প্রবাসী চীনাদের প্রতি বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং লি চান সু, ওয়াং ইয়াং, ওয়াং হু নিং, চাও ল্য জিই, হান চেং ও ওয়াং ছি শানের মতো নেতৃবৃন্দও প্রীতিসম্মিলনীতে অংশ নেন।

বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে গণমহাভবনে বিভিন্ন মহলের দুই সহস্রাধিক প্রতিনিধি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনুষ্ঠানে বলেন,

"প্রথমে আমি চীনা কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে সবাইকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, তাইওয়ান প্রদেশের জনগণ এবং প্রবাসী চীনাদের প্রতিও রইল বসন্ত উত্সবের শুভেচ্ছা। সবার জন্য চীনের ইঁদুরবর্ষ সৌভাগ্য বয়ে আনুক।"

সি চিন পিং বলেন, "গেল বছর আমরা দৃঢ়ভাবে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে দ্রুত গতিতে সামনে এগিয়েছি। আমরা সংস্কার ও উন্মুক্তকরণকে ত্বরান্বিত করেছি, দারিদ্রবিমোচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি, জনগণের জীবনমান অনেক উন্নত করেছি। প্রতিরক্ষা খাত ও সশস্ত্রবাহিনীতে সংস্কার পুরোদমে চলছে; সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার প্রচেষ্টায় নতুন গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। আমরা ঘটা করে ম্যাকাও-এর মূল ভূভাগে ফিরে আসার ২০তম বার্ষিকী উদ্‌যাপন করেছি এবং দৃঢ়ভাবে হংকং ও ম্যাকও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করেছি। বিশেষ করে আমরা জাঁকজমকপূর্ণভাবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদ্‌যাপন করেছি এবং বড় আকারের কুচকাওয়াজ আয়োজন করেছি।"

সি চিন পিং বলেন,

"পরিশ্রমের মাধ্যমে ইতিহাস সৃষ্টি হয়। নতুন বছরে আমরা সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তুলবো এবং পুরোপুরিভাবে দেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য বাস্তবায়ন করবো। হাজার বছর ধরে দেখা চীনা জাতির এই মহান স্বপ্ন বাস্তবায়িত হবে, যা চীনা জাতির মহান পুনরুত্থানর স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"

চীনের প্রেসিডেন্ট বলেন,

"সময় মানুষের জন্য অপেক্ষা করে না, ইতিহাস মানুষের জন্য অপেক্ষা করে না। যারা পরিশ্রম করে, তারা সময়কে ধরতে পারে। চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের উচিত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা, ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া। চীনা কমিউনিস্ট পার্টি, চীনের সশস্ত্রবাহিনী এবং চীনের বিভিন্ন জাতির জনগণের উচিত সিপিসি'র দৃঢ় নেতৃত্বে চ্যালেঞ্জ মোকাবিলা করা, অব্যাহতভাবে চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের পথে দৌড়ানো, অব্যাহতভাবে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করা, এবং মানবজাতির ইতিহাসে চীনা জাতির মহান মূহূর্ত অক্ষয় করে রাখা।" (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040