বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনা জনগণকে আন্তর্জাতিক নেতৃবৃন্দের শুভেচ্ছা
  2020-01-24 19:54:46  cri
জানুয়ারি ২৪: চীনা নববর্ষ ও বসন্ত উত্সব উপলক্ষ্যে আন্তর্জাতিক নেতৃবৃন্দ চীনের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরহিস ছোট এক ভিডিওয়ের মাধ্যমে তার শুভেচ্ছাবার্তা পাঠান। তিনি চীনা ভাষায় 'শুভ বসন্ত উত্সব' কথাটি উচ্চারণ করে বলেন, চলতি বছর জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আন্তর্জাতিক সমাজের উচিত বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা। জাতিসংঘ ও বহুপক্ষবাদের পক্ষে থাকায় তিনি চীন ও চীনা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন বছরে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শুভেচ্ছাবার্তায় চীনের সরকার ও চীনা জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিময় সুদীর্ঘকালের। চলতি বছর দু'দেশ যৌথভাবে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উদ্‌যাপন করবে। চীনের চান্দ্রপঞ্জিকার নববর্ষ উপলক্ষ্যে চীন সমৃদ্ধিময়, প্রাণবন্ত ও ধনী হোক; জনগণ সুখী হোক; সবার সুন্দর স্বপ্ন পূরণ হোক; এবং দু'দেশের মৈত্রী চিরস্থায়ী হোক।

জেনিভায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক, জাপানের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ অনেক দেশের নেতৃবৃন্দ চীনের সরকার ও জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040