সহজ চীনা ভাষা: 'মহা ট্র্যাজেডি' 
  2020-03-09 19:53:59  cri

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে অস্ট্রিয়ার বিখ্যাত লেখক স্টিফেন জেউগুর রচিত একটি জীবনী। এতে মানবজাতির ইতিহাসে 'মহা অন্বেষণ—দক্ষিণমেরুতে পৌঁছানোর যাত্রা' সম্পর্কে লেখা হয়েছে। ১৯১১ সালে 'দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে' নরওয়ের অন্বেষক রোল্ড অ্যামুন্ডসেন ও ব্রিটেনের অন্বেষক রবার্ট স্কটের দক্ষিণমেরুতে পৌঁছানো নিয়ে একটি প্রতিযোগিতা হয়। এটি মূলত মানবজাতির বুদ্ধি, সাহস, আস্থা ও প্রাণ সম্পর্কিত একটি অন্বেষণ। অ্যামুন্ডসেনের দল ২০টি মালামিউড কুকুর বাছাই করেন। তারপর মালামাল সমেত রওনা দেন। তারা ১৯১১ সালে ১১ সেপ্টেম্বর প্রথমে দক্ষিণমেরুতে পৌঁছান। এরপর তারা সুষ্ঠুভাবে দেশেও ফিরে যান। আর স্কট দলের বাহন হিসেবে ছিল সাইবেরিয়ান পোনি। যা অর্ধেক পথেই শীতে মারা যায়। পায়ে হাঁটা ছাড়া স্কটের আর কোনও উপায় থাকে না। অ্যামুন্ডসেনের দলের প্রায় ৫ সপ্তাহ পর স্কটের দলও দক্ষিণমেরুতে পৌঁছায়। ফেরার পথে হঠাৎ ভয়ানক আবহাওয়ার কারণে স্কটের দল দুই মাস প্রচণ্ড ঠান্ডায় সঙ্গে লড়াই করে এবং অবশেষে মারা যায়।

জেউগ দুটি অন্বেষণ দলের রেখে যাওয়া কিছু ছবি, ফিল্ম ও ডায়েরি অনুসারে এই জীবনী লিখেন। স্কটের দল সফলভাবে এই অন্বেষণ শেষ করতে না পারলেও তারা মানবজাতির দক্ষিণমেরু গবেষণায় অনেক অবদান রাখেন এবং তারা নিজের কর্তব্য ও আদর্শের জন্য প্রাণ উৎসর্গকারী বীর। জেউগ খুব জীবন্ত ও সূক্ষ্ম ভাষা দিয়ে এই অসাধারণ অভিযানের কথা লিখেছেন। সবাই তার জীবনী থেকে মানবজাতির প্রতি তাদের অবদান অনুভব করতে পারে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

探險tàn xiǎn অন্বেষণ করা 探險家 tàn xiǎn jiā অনুসন্ধানকারী / অন্বেষক

目的地 mù dì dì গন্তব্যস্থল 旅遊目的地 lǚ yóu mù dì dì ভ্রমণের গন্তব্যস্থল 到達目的地 dào dá mù dì dì গন্তব্যস্থলে পৌঁছানো

出發 chū fā রওনা হওয়া 出發時間 chū fā shí jiān রওনা সময় 我們什麼時候出發?wǒ mén shěn me shí hou chū fā আমরা কখন রওনা করবো?

旅程 lǚ chéng যাত্রা 一路順風 yí lù shùn fēng শুভ যাত্রা

成功 chéng gong সফল হওয়া/সফলতা 失敗

shī bài ব্যর্থ হওয়া/ব্যর্থতা

失敗是成功之母 shī bài shì chéng gōng zhī mǔ ব্যর্থতা সাফল্যের জননী।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040