সহজ চীনা ভাষা: 'তার চোখ দিয়ে'
  2020-03-23 10:40:33  cri

এই পাঠ হচ্ছে চীনের বিখ্যাত বিজ্ঞান কথাসাহিত্যিক লিউ ছি সিন রচিত একটি বিজ্ঞান কথাসাহিত্য। লি ছি সিন বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক। তিনি ১৯৬৩ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সাল থেকে লি ছি সিন ইঞ্জিনিয়ারিং পেশায় জড়িত থাকার পাশাপাশি বিজ্ঞান কল্পকাহিনী লিখতে শুরু করেন। তার লেখা একটানা ১৯৯৯-২০০৬ সালে চীনের বিজ্ঞান কথাসাহিত্য পুরস্কার বা 'গ্যালাক্সি পুরষ্কার' অর্জন করে। তিনি ২০১০ ও ২০১১ সালে চীনের শ্রেষ্ঠ বিজ্ঞান কথাসাহিত্যিক পুরস্কার পান এবং ২০১৫ সালে উপন্যাস থ্রি বডি প্রবলেমের The three body problem) জন্য বিশ্বের বিজ্ঞান কথাসাহিত্য খাতে সবচেয়ে বিখ্যাত হুগো অ্যাওয়ার্ড (Hugo Award) অর্জন করেছেন। তিনি এই পুরস্কার পাওয়ার প্রথম এশিয়ান উপন্যাসিক। ২০১৯ সালে লিউ ছি সিনের ছোট গল্প দ্য ওয়ান্ডরিং আর্থ (The Wandering Earth) অনুসারে তৈরি করা হয় জনপ্রিয় একটি চলচ্চিত্র। বলা যায়, চীনের আধুনিক বিজ্ঞান কথাসাহিত্যের প্রতিনিধিত্বকারী ও সবচেয়ে জনপ্রিয় লেখক হলেন লিউ ছি সিন।

লিউ ছি সিনের গল্পে অসাধারণ কল্পনাশক্তি ব্যবহারের পাশাপাশি মহাশূন্যের প্রতি গভীর সম্মান ও জীবনদর্শন দেখা যায়। এই পাঠে লেখা হয়, লোকেরা বিশেষ চশমা তৈরি করে এবং দূরে থাকা দুজন একসঙ্গে এই চশমা পরে। তারা দু'জন একই দৃশ্য দেখতে পারে। গল্পে এক মহাকাশচারী এক দুর্ঘটনায় মহাকাশযানে আটকে পড়ে এবং সেখানে তার বাকি জীবন কাটাতে হয়। এই মহাকাশচারী পৃথিবীতে এক মেয়ের চোখে অনেক সুন্দর দৃশ্য দেখে। এই চশমা যেন মহাকাশচারীর চোখ!

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

科幻小説kē huàn xiǎo shuō বিজ্ঞান কথাসাহিত্য 科幻小説家 kē huàn xiǎo shuō jiā বিজ্ঞান কথাসাহিত্যিক

眼睛 yǎn jīng চোখ 睜開/閉上眼睛 zhēng kāi/bìshàng yǎn jīng চোখ খোলা/বন্ধ

眼鏡 yǎn jìng চশমা 戴眼鏡dài yǎn jìng চশমা পরা 他需要戴眼鏡 tā xū yào dài yǎn jìng তাকে চশমা পরতে হয়।

度假 dù jià ছুটি নেওয়া你想去哪度假?nǐ xiǎng qù nǎ li dù jià তুমি কথায় ছুটি নিতে চাও?

宇宙 yǔ zhòu মহাশূন্য 宇宙飛船 yǔ zhòu fēi chuán মহাকাশযান 宇航員yǔ háng yuán মহাকাশচারী

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040