মহামারী চীনের দারিদ্র্যমোচনের সিদ্ধান্ত ও আস্থা পরিবর্তন করতে পারবে না
  2020-03-12 18:25:49  cri
মার্চ ১২: এ বছর হলো চীনের দারিদ্র্য থেকে মুক্ত হওয়ার শেষ বছর। বর্তমানে মহামারী সংক্রমণের অবস্থায় চীন সময়মতো দারিদ্র্যমোচনের দায়িত্ব পালন করবে, সময়সূচি পরিবর্তন করা হবে না। চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন উন্নয়ন কার্যালয়ের পরিচালক লিউ ইয়ং ফু আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ কথা বলেন।

উল্লেখ্য, চার বছরের দারিদ্র্য বিমোচন প্রক্রিয়ায় চীনের দরিদ্র জেলার সংখ্যা ২০১২ সালের ৮৩২টি থেকে এ বছর ৫২টিতে নেমে এসেছে। চীনের দারিদ্র্যমোচন পরিকল্পনা শেষ হতে ৩০০ দিনের কম সময় আছে। হঠাত্ ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগ চীনের জন্য নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে।

লিউ ইয়ং ফু এদিন বলেন, মহামারী নিয়ন্ত্রণের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্যমোচনে মহামারীর প্রভাব ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

তিনি বলেন, বর্তমান মানদণ্ড অনুযায়ী দরিদ্র গ্রামবাসীর সংখ্যা ২০১২ সালের ৯.৮৯৯ কোটি থেকে গত বছরের শেষ দিকে ৫৫.১ লাখে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাদেরকে পুনরায় দারিদ্র্যের পথে ফিরে যাওয়া রোধ করা উচিত।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040