কোভিড-১৯ ঠেকাতে তেহরান, টোকিও ও সিউলসহ ৪টি বিদেশি শহরে ত্রাণ-সামগ্রী পাঠাবে বেইজিং
  2020-03-13 17:59:52  cri
মার্চ ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের বেইজিং পৌর সরকারের বৈদেশিক কার্যালয়ের উপ-মহাপরিচালক লি ই এক সাংবাদিক সম্মেলনে বলেন, কোভিড-১৯ ঠেকাতে নিত্যদিনের ত্রাণ-সামগ্রী সুনিশ্চিত করার জন্য তেহরান, টোকিও, সিউল ও ইয়োকোহামা—এই চারটি বিদেশি শহরে ত্রাণ-সামগ্রী পাঠাবে বেইজিং।

এসব ত্রাণ-সামগ্রীর মধ্যে আছে চিকিত্সার পোশাক ২ লাখ, গ্লাভস ১ লাখ, জুতো কভার ২ লাখ, চিকিত্সার টুপি ২ লাখ, হাতের জীবাণুনাশক জেল ৬৮০০ বোতল, সনাক্তকারী রিএজেন্ট ৫ হাজার, শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র ২৫টি এবং চীনা ওষুধ ২ হাজার বক্স।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040