চীনের ১৭টি অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকায় ৯০ শতাংশ কাজ শুরু
  2020-03-13 18:00:54  cri
মার্চ ১৩: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের খবরে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত হুপেই প্রদেশ ছাড়া চীনের ১৭টি অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকায় ৯০ শতাংশ প্রতিষ্ঠানের কাজ পুনরায় শুরু হয়েছে। তা ছাড়া, ৫৫টি অংশের ২০টিরও বেশি অংশে শতভাগ কাজ চলছে। পরবর্তীতে অবাধ বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের বিদেশি বিনিয়োগের নেতিবাচক তালিকার সংখ্যা কমানো হবে।

এদিকে ১০ মার্চ থেকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের চাংচিয়াখৌ প্রতিযোগিতা অঞ্চলের নির্মাণকাজ চালু হয়েছে। এ পর্যন্ত চাংচিয়াখৌর স্টেডিয়াম ও ৭৬টি অবকাঠামো ব্যবস্থার ৩৬টি নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি ৪০টি পরিকল্পনা অনুযায়ী আগামী এপ্রিলে স্বাভাবিকভাবে শুরু হবে।

তা ছাড়া, এদিন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি'র) কেন্দ্রীয় কমিটির কার্যালয় ও রাষ্ট্রীয় পরিষদের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসের মাঝামাঝি সময় ২৯টি তত্ত্বাবধান কর্মগ্রুপ গোটা চীনের বিভিন্ন স্থানের শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদনকাজ পরিদর্শন করবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040