ইতালির প্রেসিডেন্টকে সমবেদনা-বার্তা পাঠালেন সি চিন পিং
  2020-03-14 17:51:44  cri

মার্চ ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লাকে একটি সমবেদনা-বার্তা পাঠান।

বার্তায় সি চিন পিং বলেন, পরস্পরকে সমর্থন ও সহযোগিতামূলক অর্জন বরাবরই চীন-ইতালি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের প্রধান বিষয়। ইতালিকে বর্তমান জটিল সময় কাটিয়ে উঠতে চীন সরকার ও জনগণ যথাসাধ্য সাহায্য করতে চায়।

সি চিন পিং বলেন, কেবল ঐক্যবদ্ধ হলে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। চীন ও ইতালি এবং আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টায় মহামারী নিয়ন্ত্রণে আসবে বলে চীন বিশ্বাস করে। দু'দেশের যৌথ প্রচেষ্টায় চীন-ইতালি মৈত্রী আরও সুসংবদ্ধ হবে বলেও বার্তায় আশা প্রকাশ করেন সি চিন পিং। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040