ইউরোপীয় পরিষদ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদ্বয়কে সি চিন পিং'র সমবেদনা-বার্তা
  2020-03-15 16:31:26  cri
মার্চ ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত ১৩ মার্চ কোভিড-১৯-এ আক্রান্ত ইইউ-র ইউরোপীয় পরিষদ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদ্বয়কে সমবেদনা-বার্তা প্রেরণ করেন।

বার্তায় সি চিন পিং বলেন, কিছুদিন আগে ইইউ ও এর সদস্যদেশগুলো নানান পদ্ধতিতে কোভিড-১৯ প্রতিরোধে চীনকে সমর্থন দিয়েছে। ঐক্য মানে শক্তি। বর্তমান পরিস্থিতিতে চীন ইউরোপকে কোভিড-১৯ প্রতিরোধে সাহায্য দিতে ইচ্ছুক। মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠার চেতনায় ইউরোপের সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে এবং বৈশ্বিক ও আঞ্চলিক গণস্বাস্থ্য নিরাপত্তা রক্ষা করতে ইচ্ছুক তার দেশ।

সি চিন পিং আরও বলেন, চীন ইউরোপের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদারের জন্য যৌথ প্রচেষ্টা চালাবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040