শনিবার চীনের মূল ভূখণ্ডে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ২০ জন
  2020-03-15 18:32:23  cri

মার্চ ১৪: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (রোববার) জানায়, শনিবার চীনের মূল ভূখণ্ডে কোভিড-১৯-এ আক্রান্ত হয় ২০ জন। এদিন মারা গেছে ১০ জন; নতুন আরও ৩৯ জনকে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এবং নতুন সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১৩৭০ জন।

শনিবার রাত ১২টা পর্যন্ত, চীনের মূল ভূখণ্ডে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ৮০৮৪৪; সন্দেহভাজন ১১৩ জন; সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৬৬৯১১। এ সময় পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৯৯ জন। আক্রান্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ১০১৮৯ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

এদিকে, শনিবার রাত ১২টা পর্যন্ত, চীনের মূল ভূখণ্ডে বিদেশ থেকে নতুন করে প্রবেশ করা ব্যক্তিদের মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ১৬ জন। আর এসময় পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে বিদেশ থেকে প্রবেশকারীদের মধ্যে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা ছিল ১১১ জন।

ওদিকে, চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০৪ জন। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১৪১ জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০ জন এবং তাইওয়ানে ৫৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040