ছিউ শি ম্যাগাজিনে সি চিন পিং'র গুরুত্বপূর্ণ প্রবন্ধ
  2020-03-15 19:21:14  cri
মার্চ ১৫: আগামীকাল (সোমবার) চীনের ছিউ শি ম্যাগাজিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র 'কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার হাতিয়ার শক্তিশালী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমর্থন' শিরোনামের প্রবন্ধ প্রকাশিত হবে।

প্রবন্ধে বলা হয়েছে, রোগ প্রতিরোধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি। মহামারী প্রতিরোধে বৈজ্ঞানিক গবেষণার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণার গতি বাড়াতে হবে, যাতে এ লড়াইয়ে জয়ী হতে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমর্থন নিশ্চিত করা যায়।

প্রবন্ধে আরও বলা হয়, ঔষধ, চিকিত্সা সরঞ্জাম ও ক্লিনিকাল চিকিত্সার সমন্বয়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার উন্নীত করতে এবং মৃত্যুর হার কমাতে হবে। টিকা মহামারী প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে নানান প্রযুক্তি ব্যবহার করে টিকা উদ্ভাবনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি, বিদেশে এর গবেষণার ওপর নজর রাখা এবং তাদের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040