কোম্পানিগুলো পুনরায় চালু করতে সাহায্য করছে চীন সরকার
  2020-03-16 13:51:48  cri
মার্চ ১৬: মহামারি প্রতিরোধ ও পুনরায় কোম্পানির উৎপাদন শুরু করতে সাহায্য করছে সরকার। এজন্য বেইজিং প্রশাসন বিভিন্ন ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন বিভাগ ও এলাকার কাঁচামাল, শ্রম, বাজার, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করছে সরকার।

বেইজিং উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক লি সু ফাং বলেন, মহামারি প্রতিরোধের জন্য সরকার কর কমানো ও ভাতা বাড়ানোর মতো ধারাবাহিক কিছু নীতি চালু করেছে। শহরে ৮৮ শতাংশ কোম্পানি পুনরায় উৎপাদন শুরু করেছে।

লিয়াওনিং প্রদেশের শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগের উপ-পরিচালক লু থোং বলেন, সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে সমর্থনের জন্য সরকার ২৫টি নীতি ঘোষণা করেছে। মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ কোম্পানি বিশেষ ভাতা দিয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রকল্প নির্মাণের কাজ নিশ্চিত করেছে। সারা দেশে ৯৫ শতাংশ কোম্পানি পুনরায় উৎপাদন শুরু করেছে বলেও জানান তিনি।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040