মহামারি প্রতিরোধে বিভিন্ন দেশের জোরালো পদক্ষেপ গ্রহণ
  2020-03-16 13:53:44  cri
মার্চ ১৬: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, মহামারি প্রতিরোধে বিভিন্ন দেশ জোরালো পদক্ষেপ নিয়েছে। সংস্থার তথ্য অনুসারে, চীন ছাড়া বিশ্বের ১৪৩টি দেশের মোট ৭২,৪৬৯ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ১৫ মার্চ থেকে সুদের হার ১ শতাংশ কমিয়ে শূন্য থেকে শতকরা ০.২৫-এর মধ্যে নির্ধারণ করেছে এবং ৭০০ বিলিয়ন মার্কিন ডলার মুদ্রা শিথিল করছে। আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি নিউ ইয়র্কে। প্রদেশটির গভর্নর নভেল করোনাভাইরাস নির্ণয় ও সারা দেশে পরীক্ষার জন্য একই মান নির্ধারণের কথা জানান। নিউ ইয়র্ক শহরের স্কুলগুলো ১৬ মার্চ থেকে বন্ধ থাকবে বলে জানান মেয়র।

নভেল করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ফ্রান্সের প্যারি বর্তমানে রেস্তোরাঁ বার, ক্যাফে, সিনেমা হলসহ 'অপ্রয়োজনীয়' পাবলিক প্লেস বন্ধ ঘোষণা করেছে।

জার্মান সময় রোববার দেশটি ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে।

দক্ষিণ করিয়া মহামারি-কবলিত বিশেষ গুরুতর এলাকা নির্ধারণ করেছে এবং কেন্দ্রীয় সরকার এতে বিশেষ আর্থিক সমর্থনের কথা জানিয়েছে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040