বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে পাক প্রেসিডেন্টের বৈঠক
  2020-03-17 20:07:46  cri
মার্চ ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ের গণমহাভবনে সফররত পাক প্রেসিডেন্ট আরিফুর রহমান আলভি'র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীনা জনগণ বর্তমানে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত জয়ের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। লড়াইয়ের শুরুর দিকে পাকিস্তানের বিভিন্ন মহল চীনকে যথাসাধ্য সাহায্য করেছিল। চীন এর জন্য কৃতজ্ঞ।

সি চিন পিং আরও বলেন, বর্তমানে কোভিড-১৯ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশের উচিত হাতে হাত রেখে এ ভাইরাস প্রতিরোধ করা। চীন বরাবরই মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহামারী সম্পর্কিত তথ্য প্রকাশ করে আসছে এবং চিকিত্সার অভিজ্ঞতা ভাগাভাগি করেছে।

জবাবে আলভি বলেন, প্রেসিডেন্ট সি'র দৃঢ় নেতৃত্বে, কোভিড-১৯ প্রতিরোধে সাফল্য অর্জন করেছে চীন। তার দেশ চীনকে অভিনন্দন জানায়। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040