ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে
  2020-03-18 13:51:35  cri
মার্চ ১৮: মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৩১,৫০৬জন। মারা গেছে ২৫০৩জন এবং আরো ২৯৪১জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল (মঙ্গলবার) ইতালির বেসামরিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা কোভিড-১৯ প্রতিরোধ-বিষয়ক জরুরি কমিটির কমিশনার বোরেল্লি এসব তথ্য জানান।

এদিন সন্ধ্যায় আয়োজিত ভিডিও সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১২,৮৯৪জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন, আর ২,০৬০জন আইসিইউতে ভর্তি হয়েছেন। আরও ১১,১০৮জন বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে ইতালির শহরগুলোতে অবরুদ্ধ ব্যবস্থা বা লকড-ডাউন জারি হয়। খাবার ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করা হয়। তবে যাতায়াত ব্যবস্থা, পণ্য পরিবহন, ডাক-অফিস, ব্যাংক ও খাবার কারখানা স্বাভাবিক রয়েছে; যাতে নাগরিকদের দৈনন্দিন চাহিদা মেটানো যায়।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040