বেইজিংয়ে চীন ও পাক প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
  2020-03-18 13:56:18  cri
মার্চ ১৮: চীন সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ-উর-রেহমান আলভি বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের উচিত যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করা। চীন ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে চায়। চীন অব্যাহতভাবে পাকিস্তানকে সমর্থন ও সহায়তা দেবে। আজকের অনুষ্ঠানে আমি দু'নেতার বৈঠক নিয়ে কিছু কথা বলবো।

বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং আলভিকে এ বিশেষ সময় চীন সফরের জন্য ধন্যবাদ জানান। সি চিন পিং বলেন,

আমরা প্রেসিডেন্ট আলভিকে চীন সফরে স্বাগত জানাই। চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে প্রেসিডেন্ট আলভি সময়মতো চীনকে সহানুভূতি জানিয়েছেন। পাক সরকার ও সমাজের বিভিন্ন মহল চীনকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চীন ও পাকিস্তান হলো প্রতিকূল পরিবেশে সহায়তাকারী পরস্পরের প্রকৃত বন্ধু।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমান বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে ভাইরাস ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশের উচিত যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করা। চীন বরাবরই মানবজাতির অভিন্ন ভাগ্যের সম্প্রদায়ের ধারণা মেনে চলে। চীন প্রকাশ্য, স্বচ্ছ ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে ভাইরাসের তথ্য প্রকাশ করছে এবং ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসার অভিজ্ঞতা বিনিময় করছে। চীন বিশ্বে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে আরো বেশি অবদান রাখতে চায় এবং অব্যাহতভাবে পাকিস্তানকে সমর্থন ও সহায়তা দিয়ে যাবে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীন-পাক সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক উন্নয়ন হলো দু'দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা। চীন অব্যাহতভাবে পাকিস্তানের স্বাধীন, সার্বভৌম ক্ষমতা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সমর্থন দেবে। চীন পাকিস্তানকে নিজ অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ খোঁজায় সমর্থন জানায়। দু'দেশের উচিত নেতাদের মধ্যে নিয়মিত সফর ও বৈঠক বজায় রাখা। তিনি বলেন, ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা উন্নত করতে হবে এবং চীন-পাক অর্থনৈতিক করিডোরের আওতায় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এগিয়ে নিতে হবে। দু'দেশের উচিত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা করা। চীন অব্যাহতভাবে পাকিস্তানে পঙ্গপালের দুর্যোগ মোকাবিলার সমর্থন দেবে।

জবাবে আলভি পাক সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের ভাইরাস প্রতিরোধের সাফল্যে অভিনন্দন জানান। তিনি বলেন, দুর্যোগের সম্মুখীন চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকার অসামান্য নেতৃত্ব ও শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। চীনা জনগণ সাহসী ও যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। চীনের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, ভাইরাস শেষ হওয়ার পর চীন আরো শক্তিশালী হয়ে উঠবে। ভাইরাস ব্যবহার করে চীনকে অপমান ও বিচ্ছিন্ন করার চেষ্টা সফল হবে না বলে মনে করেন তিনি।

আলভি বলেন, আমি মনে করি, বিশেষ সময়ে আমরা চীনা জনগণের পাশে রয়েছি। প্রেসিডেন্ট সি'র নেতৃত্বে চীনা জনগণ বিশ্বে ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে চমত্কার সক্ষমতা তুলে ধরেছে। পাকিস্তান ও চীন হলো ভ্রাতৃপ্রতিম দেশ। দু'দেশের মৈত্রী দীর্ঘস্থায়ী।

আলভি বলেন, চীনের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়ে পাকিস্তান বরাবরই চীনকে সমর্থন দিয়ে যাবে। পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে। পাকিস্তান চীনের সঙ্গে অর্থনৈতিক করিডরের নির্মাণ এগিয়ে নেবে। পাকিস্তান অব্যাহতভাবে সন্ত্রাসদমনের ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে যাবে।

বৈঠকের পর দু'নেতা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ছাই/তৌহিদ/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040