চীনা গণমাধ্যমের বিরুদ্ধে মার্কিন ব্যবস্থার পাল্টা জবাব দিয়েছে বেইজিং: সিআরআই সম্পাদকীয়
  2020-03-18 19:06:47  cri
মার্চ ১৮: যুক্তরাষ্ট্রে চীনা গণমাধ্যমের ওপর অন্যায় চাপ দেওয়ার প্রতিবাদে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনটি পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এর আগে যুক্তরাষ্ট্র চীনা গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং চীনা সাংবাদিকদের বহিস্কার করে। সে সময়ই চীন কঠোর দৃষ্টিভঙ্গি দেখিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে ঘোষণা দেয়। বাস্তবতা প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র চীনা গণমাধ্যমের বিরুদ্ধে অন্যায় চাপ দিয়েছে এবং এ চাপ ক্রমশ বাড়ছে। ইমিগ্রেশন ভিসা ইস্যু উদাহরণ হিসেবে তুলে ধরা যায়। যুক্তরাষ্ট্র চীনা সাংবাদিকদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ করছে। ২০১৮ সাল থেকে ৩০ জনেরও বেশি চীনা সাংবাদিকদের ভিসা দিতে দেরি করেছে বা ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৯ জন স্থায়ী সাংবাদিক যুক্তরাষ্ট্র ত্যাগের পর আর ফিরে যেতে পারছেন না। তা ছাড়া, যুক্তরাষ্ট্র নানা অজুহাতে দেশটিতে চীনা সাংবাদিকদের সাক্ষাত্কার নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাষ্ট্র আগে চীনা গণমাধ্যমের কাজে বাধা দিয়েছে। তার প্রতিবাদ জানিয়ে চীন পাল্টাব্যবস্থা গ্রহণ করেছে। এটি নিজের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য উপযোগী প্রতিবাদ। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040