সিপিসি'র পলিট ব্যুরোর স্থায়ী কমিটির অধিবেশনে দেশি-বিদেশি কোভিড-১৯ প্রতিরোধ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা
  2020-03-18 21:17:59  cri

মার্চ ১৮: আজ(বুধবার) সিপিসি'র পলিট ব্যুরোর স্থায়ী কমিটির অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে সভাপতিত্ব করেন।

অধিবেশনে দেশি-বিদেশি কোভিড-১৯ প্রতিরোধ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনে সি চিন পিং বলেন, নিখিল চীনের জনসাধারণের যৌথ প্রচেষ্টায় দেশের কোভিড-১৯ পরিস্থিতি ভালো হচ্ছে, উত্পাদন পুনরায় শুরু হচ্ছে এবং অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমেও ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। তবে আমরা নতুন বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিশেষ করে বিদেশে কোভিড-১৯ মহামারি ছড়ানো এবং তাতে বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে যাওয়ার কারণে চীনের কোভিড-১৯ প্রতিরোধ এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে কার্যক্রমকে গুরুত্ব অনুসারে বিন্যাস করে কোভিড-১ প্রতিরোধের লড়াইয়ে জয়লাভ করা এবং সার্বিক সুষম সমাজ প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে।

সি চিন পিং আরও বলেন, চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কোভিড-১৯ প্রতিরোধবিষয়ক সহযোগিতা জোরদার করবে এবং তাদের যথাসাধ্য সাহায্য করবে। (রুবি/আলিম) 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040