যুক্তরাষ্ট্রের প্রতি চীনা সংবাদমাধ্যমের ওপর দমন বন্ধ করার আহ্বান চীনের
  2020-03-19 15:22:28  cri
মার্চ ১৯: চীন কোনো ঝামেলা চায় না; কিন্তু কেউ যদি ঝামেলা পাকাতে চায়, তবে চীন ভয়ও পায় না। যুক্তরাষ্ট্রের প্রতি চীনা সংবাদমাধ্যমের ওপর দমনমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। গতকাল (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এ কথা বলেন।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপরে চীন পাল্টাব্যবস্থার ঘোষণা দেয়। এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, চীনা সংবাদমাধ্যমগুলো সবসময় যুক্তরাষ্ট্রের আইনকানুন মেনে আসছে। মার্কিন পক্ষ যুক্তিহীনভাবে তাদের দমন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, 'আমাদের অবস্থান খুব স্পষ্ট। আশা করি, মার্কিন পক্ষ এসব বৈষম্যমূলক ব্যবস্থা তুলে নেবে; নইলে চীন আরও কঠোর পাল্টাব্যবস্থা নিতে পারে।' (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040