চীনের ২৮টি বিভাগের যৌথ উদ্যোগে দারিদ্র্যবিমোচন কার্যক্রম
  2020-03-19 15:32:37  cri
মার্চ ১৯: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির সূত্রে জানা গেছে, চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ দেশের ২৮টি বিভাগের যৌথ উদ্যোগে 'দারিদ্র্যবিমোচন বিশেষ কার্যক্রম, ২০২০' চালু হতে যাচ্ছে। জানা গেছে, এ কার্যক্রমের আওতায় বিভিন্ন বিভাগের নীতি, অর্থ, প্রকল্প সমন্বিত করে বিভিন্ন এলাকার কৃষিজাত পণ্যের বিক্রির সমস্যা সমাধান করা হবে; বহু পদ্ধতিতে দরিদ্র এলাকার পর্যটনসম্পদের উন্নয়নে উত্সাহ দেওয়া হবে। এর ফলে কোভিড-১৯ মহামারীর কারণে কৃষিজাত দ্রব্য বিক্রি ও দেশের পর্যটন শিল্পের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাব মোকাবিলা করা যাবে। পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর চীনের পূর্বাঞ্চলের দরিদ্র এলাকা থেকে ৪৮.৩ বিলিয়ন ইউয়ান মূল্যের কৃষিজাত পণ্য ক্রয় করা হয়েছে। চীন সরকারের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক কমিউনিটি দরিদ্র এলাকা থেকে কৃষিজাত পণ্য কিনেছে মোট ১০০ বিলিয়ন ইউয়ানের বেশি। (সুবর্ণা/আলিম/মুক্তা)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040