যৌথভাবে মহামারী প্রতিরোধ ইরানের সঙ্গে সহযোগিতা ও মৈত্রী গভীরতর করবে: সিএমজি মহাপরিচালক
  2020-03-19 15:38:17  cri
মার্চ ১৯: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়োং ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে বলেন, চীন নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে চীনা মিডিয়ার প্রতি তাদের সমবেদনা প্রকাশের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। আইআরএনএই গতকাল (বুধবার) 'চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক: যৌথভাবে মহামারী প্রতিরোধ সহযোগিতা ও মৈত্রী জোরদারের সুযোগ সৃষ্টি করেছে' শীর্ষক প্রবন্ধ প্রকাশ করে।

চিঠিতে সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, বর্তমানে ইরানের পরিস্থিতি গুরুতর। তিনি সিএমজির পক্ষ থেকে আইআরএনএর সকল কর্মকর্তার প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেন হাই সিয়োং বলেন, চীন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে সার্বিক ও কঠোর পদক্ষেপ নিয়েছে এবং এতে চীনে ভাইরাস পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটেছে। বর্তমানে ইরানও মহামারী প্রতিরোধের জন্য চেষ্টা করছে। আশা করা যায়, ইরান মহামারীকে পরাজিত করতে পারবে।

শেন হাই সিয়োং আরও বলেন, চীন ও ইরান বাস্তব আচরণের মাধ্যমে দু'দেশের বন্ধুত্ব প্রকাশ করে। আইআরএনএ সিএমজির দীর্ঘমেয়াদি অংশীদার। আইআরএনএ-কে সম্ভাব্য সকল সমর্থন ও সাহায্য দিতে ইচ্ছুক সিএমজি। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040