নভেল করোনাভাইরাস চিকিৎসার সবচেয়ে কার্যকর উপায় খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-03-19 15:40:26  cri
মার্চ ১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও এর অংশীদার বিভিন্ন দেশে গবেষণা চলছে। আশা করা যায় নভেল করোনাভাইরাস চিকিৎসার সবচেয়ে কার্যকর উপায় খুঁজে পাওয়া যাবে। গতকাল (বুধবার) এক সাংবাদিক সম্মেলনে হু'র মহাপরিচালক তেদ্রোস আদহানম এ কথা বলেন।

আদহানম বলেন, বর্তমান বিশ্বে মোট ২ লাখ লোক নভেল করোনাভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮০০০-এ বেশি মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ হচ্ছে ইউরোপ ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার লোক।

নভেল করোনাভাইরাসের টিকা সম্পর্কে তিনি বলেন, চীন করোনাভাইরাসের জিন সিকোয়েন্স শেয়ার করার পর ৬০ দিনের মাথায় টিকার পরীক্ষা শুরু করে, যা অবিশ্বাস্য অগ্রগতি। বর্তমানে হু ও এর অংশীদার বিভিন্ন দেশে গবেষণা ও পরীক্ষা চলছে। অনেক দেশ এই গবেষণায় অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও দেশ এতে যোগ দেবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040