চীন জনগণের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে গিয়ে বিশাল মূল্য দিয়েছে
  2020-03-19 16:28:45  cri
বর্তমানে গোটা বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে। অনেক দেশ চীনা অভিজ্ঞতা থেকে শিখতে চায়। গতকাল (বুধবার) গুয়াংচৌ শহরে ৪৬তম ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ গ্রুপের প্রধান ও চীনা ইঞ্জিনিয়ারিং একাডেমির একাডেমিশিয়ান চং নান শান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সাংবাদিক সম্মেলনে চং নান শান বলেন, ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে চীনের নেয়া ব্যবস্থা অন্যান্য দেশ ও অঞ্চলের জন্য উপযুক্ত। কিন্তু বিভিন্ন দেশের সামাজিক ব্যবস্থা ভিন্ন, তাদের নিজ নিজ বৈশিষ্ট্য রয়েছে। চীনও দুর্দান্ত সংকল্প নিয়ে কাজ করেছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বাগ্রে স্থান দেয়া উচিত। যদি অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়, তবুও ভাইরাস প্রতিরোধের ওপর সবচেয়ে বেশি গুরুত্বরাপ করা উচিত। চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার দুই মাসেরও বেশি সময় চীনা অর্থনীতির বিরাট ক্ষতি হয়। কিন্তু নাগরিকদের নিরাপত্তা সুরক্ষা করা হয়েছে।

চং নান শান মনে করেন, বিভিন্ন দেশের বৈশিষ্ট্য ভিন্ন, জনসংখ্যাও বিভিন্ন। কিন্তু তিনি মনে করেন, 'কালেকটিভ অনাক্রম্যতা' উপায় নেয়া উচিত।

তিনি বলেন, যেকোন সংক্রামক রোগ উত্স থেকে প্রতিরোধ হলো ঐতিহ্যগত উপায়। এটা খুবই কার্যকর। বিভিন্ন দেশের উচিত এমন ব্যবস্থা নেয়া।

গত ফেব্রুয়ারি মাসে ভাইরাস প্রতিরোধের জন্য জাতীয় স্বাস্থ্য কমিশন ও সংশ্লিষ্ট সংস্থা উহানে হুওশেনশান ও লেইশেনশান এবং ১৩টি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করে। চু নান শান বলেন, এসব হাসপাতাল ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

চং নান শান বলেন, এসব হাসপাতাল কোভিড-১৯-এ আক্রান্তদেরকে বিশেষ চিকিত্সা ও যত্নের জায়গা সরবরাহ করে। এর মাধ্যমে আক্রান্ত ও সাধারণ রোগীদের বিচ্ছিন্ন করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। এ অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্য মূল্যবান।

সম্প্রতি বিদেশ থেকে চীনে আসা ব্যক্তিদের ভাইরাসে আক্রান্ত হওয়া সম্পর্কে চং নান শান বলেন, পরীক্ষাও ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কোভিড-১৯-র একটি বৈশিষ্ট্য আছে যে, কোন কোন ভাইরাস-বাহকের উপসর্গ দেখা যায় না। আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিরোধ করা কঠিন। বিশেষ করে কোন কোন দেশে সংক্রমণের প্রথম পর্যায়ে রয়েছে। সংক্রমণের গতি দ্রুত। সেজন্য বিদেশ থেকে চীনে আসা সকল মানুষের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা উচিত।

সম্প্রতি আন্তর্জাতিক সমাজে কোভিড-১৯-এর উত্স সম্পর্কিত কথা ও তথ্য প্রকাশিত হয়। কোন কোন গণমাধ্যম বলেছে, ভাইরাসের উত্স হলো চীন। এ সম্পর্কে চং নান শান বলেন,

কোভিড-২৯ চীনের উহানে প্রথম সন্ধান করা হয়। কিন্তু উত্স উহানে কি না, তা বলা মুশকিল। এ ব্যাপারে কোন প্রমাণ নেই। এটি হলো একটি বিজ্ঞানগত প্রশ্ন। উত্তর খুঁজে বের করার আগে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এ ধরণের কথা বলা দায়িত্বজ্ঞাহীনতার পরিচায়ক।

সাংবাদিক সম্মেলনটি দুই ঘন্টারও বেশি সময় স্থায়ী হয়। চং নান শান সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দেন। এ ছাড়াও, তিনি টিকার গবেষণা ও তৈরী, চিকিত্সা-কর্মীদের সুরক্ষা এবং কাজ ও উত্পাদন পুনরুদ্ধারের বিষয় নিয়ে কথা বলেন। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040