'এক দেশে, এক নীতি'-র ভিত্তিতে চিকিত্সাব্যবস্থা গ্রহণ করেছেন চীনের ঐতিহ্যিক চিকিত্সকরা
  2020-03-19 18:57:06  cri
মার্চ ১৯: 'মমতায় বিশ্বকে সাহায্য করা এবং নিজেকে রক্ষা করা' ছিল ৩৫১ বছর আগে চীনের ঐতিহ্যবাহী ঔষুধ সংস্থা-থোং রেন থাং প্রতিষ্ঠার উদ্দেশ্য। কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সরা ইতিবাচক ভূমিকা রেখেছেন।

গত ১১ মার্চ বেইজিং, জেং চৌ, হংকং, ইতালির রোমা, কানাডার টরোটো ও সিঙ্গাপুরসহ ৬টি স্থানের শীর্ষ চাইনিজ মেডিসিন বিশেজ্ঞরা 'থোং রেন থাং'র আন্তঃদেশীয় কোভিড-১৯ প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞদলের প্রথম ভিডিও সম্মেলনে অংশ নেন। তারা চীনের শীর্ষ চিকিত্সক থাং চু সুয়ান'র নেতৃত্বাধীন বিশেষজ্ঞদলের কোভিড-১৯ প্রতিরোধবিষয়ক অভিজ্ঞতা ভিডিও'র মাধ্যমে ইতালি, কানাডা ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সঙ্গে শেয়ার করেন।

থোং রেন থাং গ্রুপের উপমহাব্যবস্থাপক তিং ইয়ো লিং সম্প্রতি সিএমজি'র সাংবাদিককে বলেন, 'আমরা বিখ্যাত ওষুধ ও চিকিত্সা প্রয়োগ করে বিগ ডেটা ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক দেশে চিকিত্সাব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিষ্ঠানটির ২৮টি দেশ ও অঞ্চলের ১৪৯টি প্ল্যাটফর্মের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধের চীনা প্রস্তাব ভাগাভাগি করেছি।'

জানা গেছে, গত ৬ মার্চ 'থোং রেন থাং'র বিশ্ব কোভিড-১৯ প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ দল গঠন করা হয়। চীনের কোভিড-১৯ চিকিত্সার প্রোগ্রামে চীনা ওষুধ ও পশ্চিমা ওষুধের সমন্বয় সাধন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার নির্দেশনায় বরেন, এ ভাইরাস প্রতিরোধে চীনা ও পশ্চিমা ওষুধ যুক্ত করে ব্যবহার করতে হবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040