চীনে নতুন করে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা শূন্য হওয়া উল্লেখযোগ্য সাফল্য: হু
  2020-03-20 14:58:38  cri
মার্চ ১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (বুধবার) জেনিভায় বলেন, চীনে এই প্রথম এমন একটা দিন এলো যেদিন নতুন করে কেউ কোভিড-১৯-এ আক্রান্ত হয়নি। এটা একটা উল্লেখযোগ্য সাফল্য।

জেনিভায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বতর্মান বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে মৃতের সংখ্যা ৮ সহস্রাধিক। এ অবস্থায় চীনের খবর উত্সাহব্যঞ্জক।

তিনি জানান, হু ইতোমধ্যে ৬৮টি দেশে প্রতিরোধক-পোশাক পাঠিয়েছে এবং ১২০টি দেশে ১৫ লাখ টেস্ট কিট পাঠিয়েছে। এখন অনেক দেশে ভাইরাস প্রতিরোধক পণ্যের অভাব দেখা দিয়েছে। এ চাহিদা মেটানো হবে একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, এ ভাইরাসের টিকা নিয়ে গবেষণা প্রথম পর্যায়ে রয়েছে। বর্তমানে তা সেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা করা হচ্ছে। এটাও একটা ভালো খবর। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040