কোভিড-১৯-কে 'চীনা ভাইরাস' বলায় ট্রাম্পের সমালোচনায় হিলারি
  2020-03-20 15:02:09  cri
মার্চ ১৯: গত ১৬ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে করোনাভাইরাসকে 'চীনা ভাইরাস' বলে আখ্যায়িত করেন। গত মঙ্গলবার হিলারি ক্লিন্টন ট্রাম্পের এ বৈষম্যমূলক বক্তব্যকে 'নিজের ভুলভ্রান্তি ও দায়িত্বে অবহেলার জন্য অজুহাত' হিসেবে আখ্যায়িত করে ট্রাম্পের নিন্দা জানান।

হিলারি টুইটারে বলেন, 'প্রেসিডেন্ট বর্ণবাদী মন্তব্য করে নিজের দায়িত্বে অবহেলার অজুহাত দিচ্ছে। আসলে তিনি সময়মতো ও সঠিকভাবে ভাইরাস প্রতিরোধে তাত্পর্যপূর্ণ ব্যবস্থা নেননি। যুক্তরাষ্ট্রকে হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত করে তোলেননি।'

এদিকে, নিউ ইয়র্ক টাইমস গত সোমবার প্রকাশিত খবরে বলেছে, কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ ভাইরাসকে গুরুত্বই দেননি ট্রাম্প। এ ভাইরাসের ঝুঁকিকে তিনি অবজ্ঞা করে আসছিলেন এবং জনসাধারণের কাছে ভুল তথ্য দিয়ে আসছিলেন। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040