চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ
  2020-03-20 15:06:11  cri
মার্চ ২০: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন।

ফোনালাপে সি চিন পিং বলেন, এবার নভেল করোনাভাইরাস মহামারী গুরুতর আকার ধারণ করেছে, যা শুধু চীনাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত নয়, বরং বিশ্বের জনস্বাস্থ্য নিরাপত্তাকে প্রভাবিত করছে। বর্তমানে চীনের মহামারী পরিস্থিতির প্রশমন হয়েছে; কলকারখানায় উত্পাদনও দ্রুত পুনরায় শুরু হচ্ছে। মহামারীকে পরাজিত করার ব্যাপারে চীন আশাবাদী। চীন রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক মহামারী প্রতিরোধে সহযোগিতা জোরদার করবে, মহামারী নিয়ন্ত্রণ ও চিকিত্সার অভিজ্ঞতা শেয়ার করবে, একসঙ্গে মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের জনস্বাস্থ্য রক্ষা করবে।

মহামারী প্রতিরোধে চীনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে পুতিন বলেন, চীন সময়মতো অন্যান্য দেশকে সাহায্য করেছে, যা আন্তর্জাতিক সমাজের জন্য একটি ভালো দৃষ্টান্ত। চীনের আচরণ কোনো কোনো দেশের উস্কানিমূলক আচরণের উত্তম জবাব। রাশিয়া চীনের সঙ্গে মহামারী প্রতিরোধে ঘনিষ্ঠ সহযোগিতা করে যাবে এবং অব্যাহতভাবে রাশিয়া-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040