চীনের পান্ডা রক্ষা ও গবেষণা কেন্দ্র ২০ মার্চ থেকে খুলবে
  2020-03-20 15:08:11  cri
মার্চ ২০: সিছুয়ান প্রদেশের চীনা পান্ডা রক্ষা ও গবেষণা কেন্দ্রের তুচিয়াংইয়ান ছিংছেংশান বেস, ইয়াআন পিফেংসিয়া বেস আজ (শুক্রবার) থেকে খোলা হবে।

মহামারীর সময়ে বেস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন পর্যটকের সংখ্যা ১০০০ জনের নিচে সীমিত রাখা হবে এবং পার্কে প্রবেশকারী লোকের সংখ্যা একবারে ১০০ জনের বেশি হতে পারবে না। অনলাইন বা অফলাইনে টিকিট কেনা যাবে। আর 'স্বাস্থ্য কোড' আবেদন করে বেসে প্রবেশ করতে হবে। ৩০ মার্চ থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের সব চিকিত্সাকর্মী পরিচয়পত্র নিয়ে টিকিট ছাড়া বেস পরিদর্শন করতে পারবেন। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040