চীনের ইউননান প্রদেশের ৯টি সংখ্যালঘু জাতি দারিদ্র্যমুক্ত হয়েছে
  2020-03-20 15:58:13  cri

মার্চ ২০: গতকাল (বৃহস্পতিবার) ইউননান প্রদেশের দারিদ্র্যবিমোচনবিষয়ক এক সাংবাদিক সম্মেলনে বলা হয়, ইউননান প্রদেশের তু লং, চি নুও, ত্য আং, আ ছাং, পু লাং, পুমি, চি পো, ওয়া ও লাহু সংখ্যালঘু জাতিগুলো সার্বিকভাবে দারিদ্র্যমুক্ত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বর্তমানে ইউননান প্রদেশে দরিদ্র লোকসংখ্যা ২০১৫ সালের ২৫ লাখ ৩ হাজার থেকে ৩ লাখ ৬৫ হাজারে নেমে এসেছে। আর দারিদ্র্যের হার ২৪.১৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩.৫২ শতাংশে। এ ছাড়া, ৩৫৩৯টি দরিদ্র গ্রামের মধ্যে ৩১৫৮টি দারিদ্র্যমুক্ত হয়েছে।(শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040