চায়না মোবাইলের '৫জি+' পরিকল্পনা কার্যকর হচ্ছে
  2020-03-20 16:19:31  cri
চায়না মোবাইল কোম্পানি গতকাল (বৃহস্পতিবার) ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সম্মেলন আয়োজন করে। কোম্পানি'র পরিচালক জানান, '৫জি+' পরিকল্পনা কার্যকর হচ্ছে। ভবিষ্যতে কোম্পানি সার্বিকভাবে ৫জি পরিকল্পনা উন্নীত করতে থাকবে। পাশাপাশি বর্তমান বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় চায়না মোবাইল এয়ার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে। এটি বিশ্বকে ভাইরাস প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থ এবং অর্থনীতির উন্নয়নের জন্য একটি বিশেষ পদ্ধতি সরবরাহ করছে।

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চায়না মোবাইল টেলিফোনে সম্মেলন আয়োজন করে। সম্মেলনে বলা হয়, ২০১৯ সালে চায়না মোবাইলের আয় ৭৪৫.৯ বিলিয়ন ইউয়ান আরএমবি, যা ২০১৮ সালের চেয়ে ১.২ শতাংশ বেশি। এর মধ্যে টেলিযোগাযোগ সেবাখাতে আয় ৬৭৪.৪ বিলিয়ন ইউয়ান, যা ০.৫ শতাংশ বেশি।

এবারের সম্মেলনে ৫জি ছিল কেন্দ্রীয় বিষয়। সম্মেলনে চায়না মোবাইলের চেয়ারম্যান ইয়াং চিয়ে বলেন, চায়না মোবাইল সার্বিকভাবে '৫জি' পরিকল্পনা কার্যকর করবে।

তিনি বলেন, গত ফেব্রুয়ারি পর্যন্ত চায়না মোবাইলের ৫জি ব্যবহারকারী ১.৫ কোটি ছাড়িয়ে গেছে। এ ছাড়াও চায়না মোবাইল ইতিবাচকভাবে বহুমুখী শিল্পখাত উন্নত করছে।

ইয়াং চিয়ে আরও বলেন, গত বছর চায়না মোবাইল ৫জি খাতে ২৪ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। এ বছর চায়না মোবাইলের মোট বাজেট হলো ১৭৯.৮ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে ৫জি-সংশ্লিষ্ট বিনিয়োগ হবে ১০০ বিলিয়ন ইউয়ান। চায়না মোবাইল এ বছরের শেষ দিকে প্রায় ৩ লাখ ৫জি বেস স্টেশন নির্মাণ করবে।

সম্মেলনে চায়না মোবাইলের বেতার ও টেলিভিশন নেট কোম্পানির সঙ্গে সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, চায়না মোবাইল উন্মুক্ত সহযোগিতার ধারণায় ইতিবাচকভাবে সহযোগিতা করে আসছে। সমতা, পারস্পরিক কল্যাণ এবং জয়-জয় নীতির আওতায় অন্য সংস্থার সঙ্গে সহযোগিতা করবে চায়না মোবাইল।

এবারের সম্মেলনে কোভিড-১৯-এ নিয়েও আলোচনা হয়। ইয়াং চিয়ে বলেন, ভাইরাস সমাজ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চায়না মোবাইলের ব্যবসায়ের বিকাশও কিছুটা হলেও প্রভাবিত হয়েছে। কিন্তু চায়না মোবাইল ইতিবাচকভাবে সামাজিক দায়িত্ব পালন করেছে। চায়না মোবাইল এ প্রক্রিয়ায় ইতিবাচক সংস্কার করছে।

ইয়াং চিয়ে আরও বলেন, কোম্পানিটি ভালভাবে স্বাভাবিক ও নিরাপদ টেলিযোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি ওয়েবসাইট, পরিষেবা ও প্রতিরোধের বিষয় নিশ্চিত করতে থাকবে। সমাজের সমস্ত ক্ষেত্রের দ্বারা প্রশংসিত হয়েছে কোম্পানির অবদান। ভাইরাস সংক্রমণের সময়ও চায়না মোবাইল গবেষণা বন্ধ রাখেনি। এসময় কোম্পানির অনলাইন, বুদ্ধিমান ও ক্লাউড পরিষেবা উন্নত হয়েছে। এটি শিল্পের উন্নয়ন এবং সমাজের ডিজিটাল পরিষেবার সংস্কার ত্বরান্বিত করেছে। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040