স্টক মার্কেটে কোভিড-১৯ রোধে মার্কিন সরকারের অকার্যকর পদ্ধতির প্রভাব পড়েছে: সিআরআই সম্পাদকীয়
  2020-03-20 20:57:56  cri

মার্চ ২০: গত ৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত মাত্র ৮ দিনের মধ্যে মার্কিন স্টক মার্কেটে ৪ বার মার্কিট ব্রেকার কার্যকর হয়। ঘন ঘন সার্কিট ব্রেকার ক্রিয়াশীল হওয়া ইতিহাসে খুব কম দেখা যায়। এ পর্যন্ত মার্কিন স্টক মার্কেটে মোট ৫ বার সার্কিট ব্রেকার ক্রিয়াশীল হয়েছে। প্রথমবার ঘটে ২৩ বছর আগে। স্টক মার্কেট অর্থনৈতিক সত্ত্বার ভালো-মন্দ অবস্থার প্রতিফলন। তাতে কোভিড-১৯ প্রতিরোধে মার্কিন সরকারের অকার্যকর প্রতিক্রিয়ার প্রতি মানুষের অসন্তোষ প্রতিফলিত হয়েছে।

চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাকিং গবেষণালয়ের মহাপরিচালক চু মিন বলেন, এ অসন্তোষে এখনও বাজারে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা মনে করেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোভিড-১৯ প্রতিরোধ করা। তারপর স্টক বাজার স্থিতিশীল করা যাবে। তবে মার্কিন অর্থিক ও ব্যাকিং নীতির প্রথম লক্ষ্য বাজার স্থিতিশীল করা, মানুষের প্রাণ বাঁচানো নয়। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040