মহামারী নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: চীনা মুখপাত্র
  2020-03-21 15:51:04  cri
মার্চ ২১: বহির্বিশ্বে মহামারীর তথ্য প্রকাশ নিয়ে চীনের বিরুদ্ধে মার্কিন অভিযোগ একেবারে ভিত্তিহীন ও হাস্যকর। গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, মহামারীর প্রকোপের পর থেকে চীন উদার, স্বচ্ছ ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সবচেয়ে কঠোর ও সার্বিক প্রতিরোধব্যবস্থা নিয়েছে এবং এতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। চীনের এসব ব্যবস্থা সারা বিশ্বে মহামারী প্রতিরোধের ক্ষেত্রে সময় বাঁচিয়েছে ও গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে। আন্তর্জাতিক সমাজে চীনের এসব ব্যবস্থার ব্যাপক প্রশংসাও করেছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সাক্ষাত্কারে বলেন, চীন সরকার মহামারী ঠেকানো নয়, বরং তথ্য গোপন করার জন্য মার্কিন সাংবাদিকদের বহিষ্কার করেছে। এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, চীনা গণমাধ্যমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে, চীনে কর্তব্যরত মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে সমান ব্যবস্থা নিয়েছে। চীনের এ ব্যবস্থা মহামারীর তথ্য পাওয়ার ক্ষেত্রে বহির্বিশ্বে কোনও বাধা সৃষ্টি করে নি। এ অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040